সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
চোখের সামনে ঝিকমিক করে।
চোখের মনি আস্তে সংকুচিত প্রসারিত হয়। চোখ ভারি এবং স্থূল মনে হয়, চোখের গোলকে গরম এবং ক্ষতের মত মনে হয়।
বাঁ চোখের কোটরের গভীরে জ্বালাকর হুল ফুটানি ব্যথা, যেন বেদনা চোখের চারদিকে ঘিরে আছে। বাঁ চোখের উপর দিয়ে বেদনা যুক্ত টাটানি।
বাঁ চোখের নিচের পেশী এবং পাতায় স্পন্দন।
চোখ থেকে পানি পড়ে।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের উপদ্রবঃ
ইস্কিউলাস শিরার উপর জোড়ালো ক্রিয়া প্রকাশ করে, ইহা শরীরের বিভিন্ন স্থানে শিরা স্ফীতি ঘটায়। চোখের রক্তবহা শিরাগুলি অত্যন্ত ফোলে এবং চোখ অতিশয় লাল হয়। রোগীর চোখ থেকে অত্যাধিক পানি পড়ে। চোখের গোলকে অতিশয় জ্বালা হয়, শিরা গুলিতে রক্তজমে বেদনা হয়। চোখের গোলকে ক্ষতের মত টাটানি এবং তীক্ষ্ণ গুলি ছোঁড়ার মত বেদনা থাকে। ঐ সব লক্ষণ থাকলে ইহা চোখের অতিশয় ক্রিয়াশীল ঔষধ। চোখে ক্ষতের মত টাটানি, খচখচি এবং রক্ত সঞ্চয় জনিত লাল হলে খুব উপকার করে, বিশেষতঃ যাদের অর্শরোগ আছে। রোগীর মেজাজ তিরিক্ষে, ধীরে শান্ত হয়, সে হতাশা ও বিষন্নতায় ভোগে, তার পাকস্থলীর গোলযোগ থাকে। পৈত্তিক ধাতুর লোক।