সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
বাঁ চোখ লাল।
চোখে কামড়ানি অনুভূতি, চোখের উপর পাতার নিচে যেন ধোঁয়া রাখা হয়েছে, যা রাতে বৃদ্ধি পায়।
ডান চোখের উপর দিয়ে নাকের গোড়া অবধি সুতার মত বেদনা-গাল থেকে চোখ অবধি।
সকালে বাঁ চোখে সুইফোটা ব্যথা হয়।
চোখ থেকে অধিক পরিমাণে পানি পড়ে, চোখ লাল।
সকালে চোখ থেকে অধিক পানি পড়ে, সন্ধ্যায় গরম ঘরে গেলে চোখে পানি আসে।
অশ্রুসহ তরুণ সর্দি।
দৃষ্টি মান, আলোকে অত্যন্ত অনুভূতিশীলতা।
ডানের অশ্রু নালীতে গুলি ছোঁড়া ব্যথা।
চোখ থেকে প্রচুর পরিমাণে অনুত্তেজক পানি পড়ে।
নাক থেকে প্রচুর পানি পড়ে, কিন্তু চোখের স্রাব অনুত্তেজক।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
স্রাবঃ
এলিয়াম সেপার চোখের পানি অধিক পরিমাণে নির্গত হয়, তার সাথে চোখে জ্বালা ও যন্ত্রণা থাকে, কিন্তু উহা চোখের পাতার হাজাকর অবস্থা সৃষ্টি করে না, কারণ চোখের পানি অনুত্তেজক। অপর পক্ষে নাকের স্রাব জলের ন্যায় হলেও অত্যন্ত হাজাকর। এই সব লক্ষণে এলিয়ামসেপা চোখের তরুণ সর্দিজ প্রদাহে অতিশয় উপকারী ঔষধ।
কে কি বলেনঃ
চোখ থেকে অধিক পরিমাণে অনুত্তেজক পানি পড়ে। ডা. সি. হেরি