আর্জেন্টাম নাইট্রিকাম – Argentum Nit

সংক্ষিপ্ত মূলপাঠ (Text)

কর্নিয়াতে অস্বচ্ছ দাগ।

চোখ শ্লেষাতে পূর্ণ থাকে।

চোখের প্রদাহ, বেদনা।

আলোকভীতি।

চোখের অতি ব্যবহারে চোখে জ্বালা, যন্ত্রণা এবং আলোকভীতি।

সকালে চোখে গভীর বদ্ধমূল বেদনা।

দৃষ্টিতে ধূসর বর্ণের দাগ এবং দৃষ্টির সামনে সাপের মত নড়ে চড়ে বেড়ায়।

চোখের কোন লাল, অশ্রনালীর মুখ ফোলা, তার সাথে রক্ত ভরা শিরাগুলি ভিতরের কোণ

থেকে কর্নিয়া পর্যন্ত বিস্তৃত।

কর্নিয়ার চারপাশে লাল স্ফীতি, ভিতরের কোন পর্যন্ত বিস্তৃত।

সংযোজক ত্বকের আরক্ততা।

শ্লেয়ার কারণে অন্ধত্ব।

বাঁ ইনফ্রা অরবিটাল স্থানে স্নায়ুশূল।

দৃষ্টির অস্পষ্টতা সহ উদ্বেগ, মুখ মন্ড গরম হয়, চোখ থেকে পানি পড়ে।

দৃষ্টির দূর্বলতা সহ চোখের আর্দ্রতা।

গো-ধূলিকালে সহসা দৃষ্টির দুর্বলতা।

অক্ষরগুলো ঝাপসা দেখা যায়, তার সাথে পড়া লেখা করবারকালে দৃষ্টিলোপ পায়।

ব্যবহারিক সংকেত (Clinical Hints)

ঝাপসা দৃষ্টি:

আর্জেন্টাম নাইট্রিকাম মাথা ব্যথার চমৎকার ঔষধ। মাথা ব্যথার সাথে রোগীর স্নায়বীক লক্ষণগুলি বর্তমান থাকে। আরও থাকে প্রচন্ড আলোকভীতি। তার স্নায়ুর কাজের সাথে চোখের পেশীর কাজের সম্পর্কের অভাবে সে দৃঢ়ভাবে দৃষ্টি যোজনা করতে পারে না। তাই সে ঝাপসা দেখে। ইহা অনেক রোগী আরোগ্য করেছে। মাথা ব্যথা সহ ঝাপসা দৃষ্টি এবং রোগী যখন পড়তে থাকে অক্ষর গুলি একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যায়।

নবজাত শিশুর চোখ উঠা:

নবজাত শিশুর চোখ উঠায় আর্জেন্টাম নাইট্রিকাম প্রথম সারির ঔষধ। বিশেষতা সপুঁজ চোখের প্রদাহে। ৩০ শক্তি সফলতার সহিত ব্যবহৃত হয়েছে। এই ঔষধে চোখ থেকে অধিক পরিমাণে স্রাব হয়। চোখে আশংকিত কিংবা আদতে ক্ষত থাক- আর্জেন্টাম নাইট্রিকাম আরোগ্য করবে। গরমে পীড়া বৃদ্ধি পায় ও ঠান্ডায়, ঠান্ডা বাতাসে উপশম হয়। নবজাত শিশুর কর্নিয়ার ক্ষত। আবার, ঐ পীড়ার উদ্দিপক কারণ শিশুকে আর্দ্র মেঝেতে রাখা বা জলে ভেজা অথবা আর্দ্র ঠান্ডা হাওয়া হলে হ্রাসটক্সকে খাটো করে দেখবার অবকাশ নেই। উপদংশ জনিত লিউকোরিয়াতে ভোগে, এমন মায়ের নবজাত শিশুর চোখের প্রদাহে মার্কুরিয়াস সব ঔষধকে ছাড়িয়ে গেছে।

চোখের পাতাঃ

চোখের পাতার ধারে পুরাতন ক্ষতে আর্জেন্টাম নাাইট্রিকাম সময় সময় খুব উপকার করে। চোখ লাল হয় এবং চোখ থেকে অধিক পরিমাণে স্রাব হতে থাকে। চোখের পাতার হাজাকর অবস্থা বর্তমান থাকে, চোখের কোণেও প্রদাহ হয়, এক্ষেত্রেও আর্জেন্টাম নাইট্রিকাম উপকারী। সিলিয়ারী ব্লেফেরাইটিস।

লক্ষ্যকরুন:

এই ঔষধের প্রাদাহিক লক্ষণ গুলি অতিশয় প্রচন্ড। চোখের সপুঁজ প্রদাহে, সংযোজক ত্বকের প্রচন্ড প্রাদাহিক স্ফীতিতে, অশ্রনালীর মুখের প্রদাহে পুঁজযুক্ত স্রাব খুব বেশী হয়, এমন কি কর্নিয়াতেও ঐরুপ প্রক্রিয়া চলতে থাকে, ক্ষত হয়। এই সব ক্ষেত্রে আর্জেন্টাম নাইট শুধু পীড়ার উগ্রতা কমায় না আরোগ্য ও করে। ইহার চোখের উপসর্গ গুলি গরম ঘরে বৃদ্ধি পায় এবং ঠান্ডায় উপশম হয়। পড়ালেখা, সেলাই কর্মে চোখ লাল হয়, উপশম হয় মুক্ত বাতাসে। টেরিজিয়াম বা মাংস বৃদ্ধি হয়, রং ফিকে লাল। এ ঔষধের রোগীরা অনেক দিনের মানসিক শ্রমে তরুণ বা পুরাতন পীড়ায়ভোগে। পাকস্থলী সংক্রান্ত মাথা ধরা এবং মাথা ঘোরা, উচু বাড়ির দিকে দেখলে মাথা ঘোরে। চোখ বুজে হাটতে পারে না। অর্জীণ রোগে পেটে বায়ু সঞ্চয় হয়, সে অতি কষ্টে ঢেকুর তোলে। তার ধারনা, সময় আস্তে বয়ে যাচ্ছে, সব কাজে ব্যস্ততা দেখায়। সে উদ্বিগ্ন, তিরেক্ষে এবং স্নায়বীক প্রকৃতির, শুকানো, রোগা, বুড়োদের মত চেহারা, সর্বদা সুবাতাসের আকাঙ্খা করে, মানসিক শ্রমে পীড়ার বৃদ্ধি ঘটে। ঠান্ডা বাতাসও সহ্য হয় না।

কে কি বলেন:

আর্জেন্টাম নাইট্রিকাম সিলিয়ারী পেশীর উপর বিশেষ ভাবে কাজ করে, আলো অসহনীয়, চোখের তারা প্রসারিত হয়, আর এই রূপ ঘটে দৃষ্টি যোজনা শক্তির অভাব বশতঃ। – ডা. উডিয়াট

চোখ লাল হয়, রোগী আলো এড়িয়ে চলে, গরম ঘরে বৃদ্ধি, ঠান্ডায় উপশম হয়। – ডা. সি. হেরিং

সংযোজক ত্বকের তরুণ এবং পুরাতন প্রদাহ, প্রচন্ডভাবে বৃদ্ধি পেতে থাকে। দানাদার চোখের পাতাসহ প্রচন্ডভাবে শ্লেস্মাক্ষরণ হতে থাকে। ডা. ডব্লিউ এইচ বার্ট উপদংশজনিত চোখের প্রদাহ, বিশেষভাবে আইরাইটিস। ডা. ডব্লিউ এইচ বার্ট। সপুঁজ চোখের প্রদাহে আর্জেন্টাম নাইট্রিকাম খুব বড় রকমের কাজ করে। …এই পীড়ায় আমাদের চিকিৎসায় একটি চোখও নষ্ট হয়নি এবং প্রত্যেকটি রোগীকে ঔষধ খাইয়ে চিকিৎসা করা হয়েছে। তাদের অধিকাংশ গুলি আর্জেন্টাম নাইট্রিকামের উচ্চ শক্তি ৩০ বা ২০০ শক্তিতে প্রয়োগ করেছি। আমাদের প্রমাণ আছে যে, অতি প্রখর সংযোজক ত্বকের প্রামাহিত স্ফীতিতে (Chemosis) যেখানে রক্ত বহা পিরার, সিচলতা, স্বত্যাদির মাহি এমন কি কর্নিয়া ধোঁয়াটে হতে শুরু করেন সেরে গেছে। মালকিন টিক্যাল হতে যাচ্ছে। এই রূপ অবস্থা আর্জেন্টাম নাইট্রিকাম সেবনে সেরে গেছে। মানসিক লক্ষণগুড়ি retire symptoms) একটিও ছিল না। উহাদের অবিদ্যমানতা, তার অত্যধিক খুঁজময় ব্যাধ এবং চোখে পুঁজ সঞ্চয় জনিত ফোলা পাতা অথবা চোখের পাতার নিচে সংযোজক ত্বকের নিম্নস্থ টিস্যু ফোলার জন্য এই ঔষধটিকে নির্দেশ করে। (The subjective symptoms are almost none their very absenme with the profuse purulent discharge and the swollen lids, from a collection of pus in the eye, or swelling of the conjunctival tissue of the lids themselves, indicates the drag (Apis, Rhus), -ডা. এলেন এন্ড এর্টন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *