সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
চোখের সামনে ঝিকমিক করে, পড়া লেখা করলে বৃদ্ধি পায়। চোখের তারা প্রসারিত, আলোকে অত্যন্ত অনুভূতিশীলতা, পাতা নড়াতে উপরের পাতার ধারগুলির বেদনাযুক্ত অবস্থা, যেন শুকনো, সামান্য ক্ষত থাকে। প্রদাহিত পাতার শোখ।
চোখে রক্ত সঞ্চয় হয়, চোখের গোলক রক্তপূর্ণ। প্রচন্ড সিলিয়ারী নিউর্যালজিয়া, মাথা গরম শরীর ঠান্ডা।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
রক্তক্ষরণ:
রক্তক্ষরণ হয়ে চোখে রক্ত জমলে আশোষণ প্রক্রিয়া বহাল রাখতে আর্নিকার জুটি নেই। সংযোজক ত্বক ও রেটিনায় রক্ত ক্ষরণ হলে হেমামেলিস অপেক্ষা ইহা অধর উপকারী। দীর্ঘস্থায়ী, আক্ষেপ যুক্ত হুপিং কাশিতে চোখে রক্ত জমে। আর্নিকা জমাট রক্তরে শোষণ করে এবং লক্ষণের সাদৃশ্য থাকলে হুপিং কাশিও নিরাময় করে। পক্ষাঘাত:
ঘুষি বা অন্য কোন প্রকার দুর্ঘটনায় চোখের পেশীর পক্ষাঘাত হলে আর্নিকা আরোগ্য করে।
চোখে ক্ষত। চোখে আঘাত জনিত বা উপঘাতে ক্ষত হয়। আঘাতের জন্য সন্মুখ চেম্বারে রক্তক্ষরণ হয়।
দ্বিত্ব দৃষ্টি:
চোখে আঘাত জনিত সদ্য ক্ষতের পর দ্বিত্ব দৃষ্টি।
দৃষ্টি লোপ:
চোখে প্রচন্ড আঘাতের পর দৃষ্টি লোপ পেলে আর্নিকা উপকারী।
প্রদাহঃ
যান্ত্রিক কারণে, আঘাতাদীর পর চোখের প্রদাহ হলে আর্নিকা অত্যন্ত উপকারী। চোখে ইরিসিপেলাসের মত প্রদাহ।
কে কি বলেন:
রেটিনায় রক্তরণ আর্নিকা প্রয়োগে শোষিত হয়েছে। আঘাতজনিত চোখের পেশীর পক্ষাঘাত ও সেরেছে। ডা. ডব্লিউ এইচ বার্ট
আঘাতের ফলে যে প্রকৃতির উপদ্রব গুলি উপস্থিত হয় সে ক্ষেত্রে আর্নিকা অত্যন্ত সফলতার সহিত ব্যবহার করা হয়েছে। কোন কোন সময় ডাইলিউট টিংচার বাহ্য প্রয়োগ এবং শক্তিকৃত ঔষধ খেতে দিয়েছি। হুপিং কাশি বা সর্দিতে সংযোজক ত্বকে একিমোসিস বা রক্ত জমলে কতকগুলি কেস হেমামেলিস অপেক্ষা দ্রুত সারিয়ে দিয়েছে। রক্ত বহা শিরার শিথিল অবস্থা এবং তথায় রক্তজমে রক্তক্ষরণে প্রবণতা দেখা দিলে প্রায়ই আর্নিকা তা আরোগ্য করেছে। ডা. এলেন এন্ড নর্টন