সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
আগুনের প্রতি তাকালে কাশির বৃদ্ধি হয়। চোখ লাল, প্রদাহিত, রাতে বদ্ধ হয়ে থাকে, চুলকায়। বরফের আলোক ছটায় চোখের অবস্থা খারাপ হয়। বাঁ চোখের আরক্ততা, আলোর প্রতি বিতৃষ্ণা। কর্নিয়াতে ফুস্করি উঠে তার সাথে অধিক শ্লেষ্মা ক্ষরণ হয়, চোখের পাতার ধারে, মুখ-মন্ডলে ফুস্কুরি উঠে। দুপুরের আগে চোখের কোণ আঠালো হয়। চোখের বাইরের কোণ আর্দ্র, উহাতে ছোট দাগ, ঘাম লাগলে অত্যন্ত বেদনা যুক্ত হয়।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের কোণ:
চোখের বাইরের কোণে ক্ষতের মত অবস্থা। চোখের পাতা: চোখের পাতা লাল, প্রদাহিত।
চোখের প্রদাহঃ
শিশুর চোখের পাতায়, চোখে পুরাতন প্রদাহ, ক্ষতের মত অবস্থা, চুলকায়, চোখ লাল হয়, রাতে চোখ জুড়ে থাকে, চোখের এই লক্ষণের সঙ্গে শিশুর প্রকৃতিগত মানসিক লক্ষণ থাকলে ইহা ত্বরায় উপরকার করে। শিশু রাগী, অতিশয় বিরক্ত প্রবণ, কেউ তাকে স্পর্শ করুক, চায় না অথবা তার দিকে তাকানো সে সহ্য করতে পারে না, ঠান্ডা জলে স্নান করতে সে কাঁদে, ঈষৎ গরম পানিতে স্নান করতে ভাল বোধ করে। বয়স্কদের থাকে, জীবনে বিতৃষ্ণা।