সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
রক্ত বর্ণ চোখ।
চোখ দুর্বল, মান।
চোখে বেদনা, যেন থেতলে গেছে, স্পর্শ করলে বৃদ্ধি পায়। চোখের দুটি পাতা একত্রে দৃঢ়ভাবে চেপে ধরার প্রবণতা।
চোখের সামনে ঝিক মিক করে, আসন ছেড়ে উঠাবার কালে বৃদ্ধি পায়, এমন দৃষ্টি যেন অবগুষ্ঠনের ভিতর দিয়ে দেখা হচ্ছে এবং মাথা ঘোরা।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
সংযোজক ত্বকের প্রদাহঃ
সংযোজক ত্বকের প্রদাহ, রোগীর চোখ থেকে অধিক পরিমাণে পানি পড়ে। সংযোজক ত্বকে হার্পিস হলে এন্টিম টার্ট আশ্চার্য কাজ করে, রোগীর আলোকভীতি থাকে, তার সাথে বদ মেজাজ ও দুর্বলতা।
লক্ষ্য করুনঃ
চোখ মান, সাঁতরায় ধরনের অবস্থা, উদরাময়, কলেরায় লক্ষ্য করা যায়, চোখ বসে যায়, চার ধারে দাগ পড়ে।
চোখ ওঠা:
গেঁটে বাত বা বাতজনিত চোখ ওঠা বা গনোরিয়া জনিত চোখ উঠায় এন্টিমটার্ট একটি মূল্যবান ঔষধ।
কে কি বলেনঃ
চোখে এন্টিমের তেমন কাজ নেই, উপদ্রব গুলি সহানুভৌতিক। চোখ কালো দাগে ঘেরা, বসে যায়, কলেরা সদৃশ্য পীড়ায় এইরূপ অবস্থা হয়। উঠতে দৃষ্টি অস্পষ্ট হয়, চোখের সামনে ঝিকমিক করে। ডা. ডব্লিউ এইচ বার্ট ডা. ক্রোয়ের লিং