সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
হাঁচির সময় চোখের সামনে সাদা তারার ফুলঝুরি দেখা যায়। দ্বিত্ব দৃষ্টি, আলোর প্রতি অনীহা, চোখে জ্বালা। ভ্রান্ত দৃষ্টি, বিশেষভাবে সাদা এবং কালো রঙের। সেলাই কাজের পর বড় বড় দাগ চোখের সামনে ভেসে বেড়ায়। চোখের পাতায় চাপ, তাই চোখ মেলতে পারা যায় না। চোখে কাঁটার মত, সুই ফোঁটা বেদনা, এবং চাপ। চোখের পাতার ধারে চুলকানি, চোখে যন্ত্রণা হয়। ডান চোখের উপর পাতায় অঞ্জনি। চোখের প্রদাহ, দৃষ্টি অস্পষ্ট। চোখ লাল, পানি পড়ে। চোখ দুর্বল, বারবার পলক ফেলে।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখে ছানি:
ধাতুগত লক্ষণ মিলিয়ে এই ঔষধ প্রয়োগ হলে ছানি আরোগ্য করে, বিশেষতঃ ডান চোখে (বাঁ চোখে সালফার)।
চোখের দৌর্বল্য:
চোখের অতি পরিশ্রম জনিত দৌর্বল্যে ও বেদনাদায়ক দৃষ্টিতে এই ঔষধ খুব উপকার করে, সেই সঙ্গে দৃষ্টির গোলাযোগ, রোগী সাদা বস্তুর প্রতি দৃষ্টিপাত করলে হলুদ দাগের উপস্থিতি দেখতে পায়।
লক্ষ্য করুন:
মোটাসোটা, মেদ বহুল মহিলা, যারা বসে বসে দিন কাটায়, তাদের বিভিন্ন অসুখে এবং শীতে একটুতে সর্দি লাগে, তাদের ক্ষেত্রে উপযোগী। ঝড় বৃষ্টিতে, ভেজা আবহাওয়ায় মেজাজ খারাপ হওয়া মহিলা। উপশম হয় শুকনো আবহাওয়ায়। এ ঔষধ শরীরের ডানদিক অধিক আক্রমন করে।