সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
চোখের গোলকের চারধারে প্রচন্ড তীক্ষ্ম ছিঁড়ে ফেলা ব্যথা।
কোটরের গভীরে টেনে ধরা, খুঁড়ে ফেলা ব্যথা।
চোখের কোণে চাপ এবং কামড়ানি, পরিমিত ভাবে অশ্রু পাত হয়।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের প্রদাহ:
চোখের প্রদাহ, রোগীর দৃষ্টি মান হয়ে আসে, চোখ থেকে প্রচুর পানি পড়ে, কর্নিয়াতে সাদা সাদা দাগ দেখা যায়।
লক্ষ্য করুন:
কলচিকামে কর্নিয়া-আইরিসের প্রদাহ হয়। কর্নিয়াতে ক্ষত এবং অস্বচ্ছতা হলে কলচিকাম উপকার করে। কখনো কখনো আইরিসে বাতজ প্রদাহ উপস্থিত হলে কলচিকাম প্রয়োগ হয়ে থাকে। বাতজ ধাতুর রোগী।