সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
দৃষ্টি অস্পষ্ট।
চোখের গোলকে বেদনা পূর্ণচাপ বিশেষতঃ সামনে ঝুকলে।
ডান চোখের গোলকে তীব্র কেটে ফেলার মত ব্যথা।
চোখে যন্ত্রণা।
চোখ থেকে ঝাঁঝালো স্রাব নির্গত হয়।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
বেদনা:
চোখের গোলকে বাতজ বেদনা, বেদনা সহ চোখ থেকে পানি পড়ে। গ্লোকোমা এবং আইরিসের প্রদাহের ব্যথায় কলোসিস্থ দ্রুত উপশমকারী ঔষধ। বেদনা মাথা পর্যন্ত পরিচালিত হয়। চাপে বেদনার উপশম হয়। চোখের কোটরে চেপে ধরা জ্বালাকর ব্যথা, ব্যথা শংখস্থান এবং নাক ও আক্রমণ করে বসে। মাথার বাঁ পাশে গোলমেলে বোধ হয়।