সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
ভিতরের কোণে যন্ত্রণা দায়ক ব্যথা সহ চোখ থেকে পানি পড়ে।
হ্রস্ব দৃষ্টি, দ্বিত্ব দৃষ্টি।
কোন দৃশ্যমান বস্তুকে লাল দেখা যায়, রংধনুর মত রং, ডোরা ডোরা গোলমেলে দেখা যায়। চোখে জ্বালা, চোখের প্রদাহ ছাড়াই আলোকভীতি।
চোখ দিয়ে পানি পড়ে। চোখের তারা প্রসারিত হয়। চোখের পাতা পড়ে যায়, হাঁটতে কষ্ট পায়। মনে হয় চোখের পাতা নিচের দিকে চেপে ধরা। চোখের পাতার ভিতর দিকে জ্বালা। দৃষ্টি দুর্বল, চোখে ঝলক, মাথা ঘোরা, সাধারণ দুর্বলতা, দুর্বলতা বেশীর ভাগ হাতে পায়ে, সুতরাং রোগী টলমল করে, যেন মাতাল। কোন বস্তুর প্রতি দৃষ্টি যোজনা করতে দেরী হয়।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
পেশীর পক্ষাঘাত:
চোখের পেশীর আংশিক বা সম্পূর্ণ পক্ষাঘাতে (বিশেষতঃ অভ্যন্তরীন রেকটাসের) কোনায়াম একটি মূল্যবান ঔষধ। কোন বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবার চেষ্টা করলে, পড়ালেখা করবারকালে চোখে বেদনা উপস্থিত হয়। এমন কি মাথা ঘোরাও দেখা যায়। পড়বারকালে অক্ষর গুলি জড়িয়ে যায়, দৃষ্টি লোপ ইত্যাদি লক্ষণ থাকে। অপটিক নার্ভের আংশিক পক্ষাঘাত বশতঃ দুর্বল দৃষ্টি। চোখের প্রদাহঃ
কোনায়াম গন্ডমালাযুক্ত রোগীর নানা প্রকার চোখের প্রদাহে উপকারী। প্রধান পরিচালক লক্ষণ হল প্রদাহ যতটা নয়, তার চেয়ে আলোকভীতি হয় অধিকতর প্রচন্ড। চোখের ভাসাভাসা প্রদাহ, তার সাথে কর্নিয়াতে পুঁজযুক্ত ফুস্ফুরী উঠে। ক্ষত হয়, মিউকাস বৃদ্ধি রাতে, শয়নে হয়, বিশেষতঃ কর্নিয়ায় ক্ষত, অস্বচ্ছতা থাকলে।
লক্ষ্য করুনঃ
বুড়োদের চোখের ছানিতে কোনায়াম উপকার করে। আঘাত বা উপঘাত জনিত ছানি, দৃষ্টি ঢিমে। আলোকে চোখের ব্যথা হয়, এইরূপ লক্ষণ চায়না, ব্যারাইটা কার্বে ও আছে। কোনায়ামে দৃষ্টি যোজনার ক্ষীপ্রতা নেই, মন্থর। দুর্বল বুড়ো, ক্যান্সার প্রবণ ধাতুর জন্য কোনায়াম উপযুক্ত ঔষধ। যাদের পেশী তম্ভ শক্ত ও সবল, আঘাত লাগা ব্যক্তি, বয়স্ক কুমার এবং কুমারী ও গন্ডমালা, যুক্তব্যক্তির জন্য ইহা মূল্যবান ঔষধ। ইহা আদতেই গন্ডমালা দোষ আরোগ্য করে, বিশেষত: ঐ দোষ থেকে সৃষ্ট চোখ উঠার আলোক ভীতি। পীড়ার বৃদ্ধি ঘটে রাতে শয়নে, বিছানায় পাশ ফেরানোয় বা উঠে বসলে, চারপাশে দেখলে, ঠান্ডা বাতাসে। উপশম হয় অন্ধকারে, শুকনো গরম আবহাওয়ায়। কোনায়ামের সর্বাঙ্গীন পেশীগুলির পক্ষাঘাতিক দুর্বলতার মত লক্ষণ চোখের পেশীতে ও বিদ্যামান।
কে কি বলেনঃ
চোখের পাতা পড়ে গেলে, উহা শক্ত হলে প্রায় কেনায়াম আরোগ্য করেছে। চোখের পেশীর পক্ষাঘাতে ইহা অতিশয় গুরুত্বপূর্ণ ঔষধ। – ডা. ডব্লিউ এইচ বার্ট চোখের দৌর্বল্য সহকারে রেটিনার অতিশয় অনুভব আধিক্যতা, আলো বা তাপ সহ্য হয়না, দৃষ্টি যোজনা করা যায় না, চোখের পেশীর পক্ষাঘাত। -ডা. ডব্লিউ এইচ বার্ট ত্রে