সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
আলোকে ডান চোখের সংচেত্যতা।
পড়বার কালে অক্ষর গুলি জড়িয়ে যায়।
চোখের সামনে মিটি মিট করে, কম্পন এবং অস্পষ্ট আলো।
বাইরের কোণ এবং চোখের পাতায় কম্পন।
সংযোজক ত্বকের শিরাগুলিতে রক্ত সঞ্চয় হয়।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
ক্লার ভয়েন্সঃ
কোন বস্তু চোখের সামনে না থাকলেও রোগী স্পষ্ট দেখে। যদিও গৃহটি অন্ধকার থাকে। মধ্যরাতে রোগী গৃহের সব কিছু স্পস্ট দেখতে পায়। ১৪-১৫ ফুট দূরে অবস্থিত সেলফের বইগুলির নাম সে পড়ে। মূত্র ত্যাগের পরপরই ঐসব লক্ষণ মিলিয়ে যায়।