সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
কাগজে অক্ষরগুলি সবুজ এবং হলদে দেখায়।
বস্তুগুলি হলদে দেখায়। চোখ ও দেখতে হলদে, চোখে অত্যন্ত যন্ত্রণা। চোখ যেন বেরিয়ে পড়বে। চোখের সামনে স্ফুলিঙ্গ দেখা যায়, এক দৃষ্টে চেয়ে থাকে। চোখ বসে যায়, চার দিকে কালিমা পড়ে। মুক্তবাতাসে চোখ থেকে পানি পড়ে, তাই চোখ বন্ধ রাখতে হয়, পাতা খুললে ধার গুলিতে বেদনা, যেন ক্ষত হয়েছে, দেখতে কাঁচা মাংসের মত।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের প্রদাহঃ
চোখের তরুণ প্রদাহ, চোখে কামড়ানি এবং যন্ত্রণা হয় পুড়ে যাওয়ার পর চোে
প্রদাহ অথবা চোখ যেন পুড়ে গেছে, রোগী এইরূপ অনুভব করে। যন্ত্রণার জন্য রে
গোঁঙ্গায়। চোখে চুন পড়ে প্রদাহ হলে ক্যান্থারিস অনেক বার সেরে দিয়েছে।
কার্বভেজ
সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
মনে হয় একটা ভারি উজ্জ্বল বস্তু চোখের উপর রয়েছে। পড়া লেখা করবারকালে অক্ষরের প্রভেদ নির্ণয় করতে খুব কষ্ট করতে হয়।
সকালে চোখের পাতার ধারে চুলকায়। উপরে দেখতে চোখের পেশীতে বেদনা।
নিকট দৃষ্টি, চোখের অতিচালনায় নিকট দৃষ্টি।
চোখ জ্বালা করে।
ভাসমান কালো দাগের দৃষ্টি।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
দৃষ্টিঃ
দৃষ্টির গোলাযোগ সংক্রান্ত লক্ষণে সচরাচর কার্বভেজ ব্যবহৃত হয়। চোখের পরিশ্রম বা চালনায় চোখের দৌর্বল্য, দৃষ্টিতে কাল দাগ ভেসে বেড়ার লক্ষণে ইহা ব্যন করা হয়ে থাকে।
রক্তস্রাবঃ
হুপিং কাশিতে মাথায় রক্ত সঞ্চয় বশতঃ চোখ থেকে রক্তস্রাব হয়। চোখের জ্বালা সং রক্তপাত হয়।
স্রাবঃ
তরুণ সর্দি সহ চোখ থেকে বিমুক্তভাবে পানি পড়লে কার্ব ভেজে খুব উপকার করে। কাশি বশতঃ চোখ থেকে রক্তপাত হলে কার্বভেজ দ্রুত আরোগ্য করে।
লক্ষ্যকরুনঃ
কার্য ভেজ কোন প্রকার বলক্ষয়কারী পীড়া হতে মুক্তি পায়নি, জীবন রক্ষক রস রক্তের অপচয়ে স্বাস্থ্য ভেঙ্গেছে তাদের ক্ষেত্রে মুল্যবান ঔষধ। এসব রোগীর শরীর যন্ত্রের ক্রিয়া স্বাভাবিক ভাবে না হয়ে অতিধীরে সম্পন্ন হতে থাকে, মানসিক দিক দিয়ে হয় অলস প্রবণ, রক্ত প্রবাহের ক্রিয়াকলাপ ও এক প্রকার ঢিমে হয়ে যায়, ক্ষীপ্রতা থাকে না চোখের অতি পরিশ্রম দৃষ্টির গোলোযোগ এবং চোখের যন্ত্রনাদায়ক লক্ষণগুলি উপস্থিত হয়।