সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
চোখ ফোলা, সকালে বুজে থাকে,
তার সাথে পুঁজময় শ্লেষ্মা স্রাব হয়।
সংযোজক ত্বক হলদে।
দৃষ্টিমান।
আলোকে অনুভূতিশীলতা।
শুবারকালে চোখের সামনে ঝিকমিক করে। চোখের কোটর স্থলে প্রচন্ড চাপ, অনুভব হয় চোখের গোলক প্রচন্ডভাবে চেপে ধরা হচ্ছে, তার সাথে ক্ষণিকের জন্য দৃষ্টি বাধা গ্রস্ত হয়।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের উপদ্রব :
চোখে প্রদাহ হয়, চোখ ফোলে, স্রাব প্রায়ই পুঁজযুক্ত, চোখের পাতা জুড়ে থাকে, চোখ থেকে রক্ত বেরোয়। ঠান্ডা আর্দ্র হাওয়ায় চোখের প্রদাহ হয় অথবা আবহাওয়ার পারিবর্তনে প্রতিবার ঠান্ডায় বৃদ্ধি পেলে ক্যামোমিলা সর্বদা উপকার করে। বেয়াড়া রোগী, রোষপ্রবণ শিশু কিংবা বয়স্ক ব্যক্তিদের জন্য ইহা সুপ্রযোজ্য ঔষধ। আর্জেন্টাম নাইট্রিকাম, মাকুরিয়াসের মতই এই ঔষধ নবজাত শিশুর চোখের প্রদাহে কাজ করে। প্রাদাহিক, অবস্থায় কখনো কখনো চোখ থেকে রক্তস্রাব হয়। কোরোয়েড বা কর্নিয়ার প্রদাহে ইহা কখনো কখনো প্রয়োগ হয়। কর্নিয়ার প্রদাহে উহাতে পুঁজময় ছোট ছোট ফোড়া উঠে।