সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
অনুভব হয় চোখ যেন ধোঁয়ায় আক্রান্ত।
পড়ার পর চোখে ক্ষতের মত জ্বালা করে, দৃষ্টি মান হয়ে আসে,
সুতরাং সে ঘন ঘন পলক ফেলে, অনুভব হয় মহিলা অনেকক্ষণ ধরে কাঁদছে।
চোখে জ্বালা, শুস্কতা, অনুভব হয় চোখে যেন পানি আসছে, খোলা বাতাসে উপশম হয়।
চোখের তারা প্রসারিত, তার পরে সংকুচিত হয়।
চোখের পাতার স্পন্দন।
চোখের উপর পাতার স্পন্দন, চুলকানি, বার বার চোখে পলক ফেলতে হয়, যেন শ্লেষ্মার পাতলা স্তর রয়েছে। জোড়ালো ভাবে চোখের পাতা চেপে ধরার প্রবণতা। স্বাভাবিক আলোর চেয়ে আলো অধিকতর মান মনে হয়, যেমন অবগুন্ঠন পড়লে অস্পষ্ট হয়। মান দৃষ্টি, আলো এবং চোখের মাঝে যেন পর্দা আছে। দৃষ্টির সামনে গোল গোল বস্তু উপস্থিত হয়ে উপরে নিচে নাচতে থাকে।
ব্যবহারিক সংকেত (clinical Hints)
স্নায়ুশূল:
সিলিয়ারী নিউর্যালজিয়া, বেদনা চোখ থেকে মাথার তালু পর্যন্ত পরিচালিত হয়। তার সাথে মনে হয় যেন চোখের উল্টা দিক থেকে ঠান্ডা বাতাস বইছে।
চোখের দৌর্বল্য:
চোখের দৌর্বল্য বেদনা চোখ থেকে মাথার তালু পর্যন্ত পরিচালিত হয়। চোখের দুর্বলতাসহ প্রচন্ড আলোকভীতি বিদ্যমান থাকে। পড়তে গেলে চোখ ভরে পানি আসে।
চোখের পাতাঃ চোখের পাতার আক্ষেপ হয়, দেখতে মনে হয় রোগী যেন সকল সময় পলক ফেলছে।
লক্ষ্য করুনঃ
ক্রোকাস প্রধানতঃ হিষ্টিরিয়া গ্রস্ত মহিলাদের ঔষধ। শরীরের বিশেষ কোন স্থানের পেশীগুচ্ছ স্পন্দিত হতে থাকে, মহিলা নাচে, লাফায়, হাসে, শিষ দেয়, সবাইকে চুম্বন দিতে চায়, পরক্ষণে রাগে ফেটে পড়ে, তার সাথে থাকে মাথায় রক্তাধিক্যতা। তার আচরণ অদ্ভুত, ধারনা আরও আশ্চর্য, মহিলা অনুভব করে পেটে জীবন্ত কিছু নড়ছে, লাফাচেছ যেমন নাচে তার পেশী গুচ্ছ। ধারনার প্রতিফলন ঘটে দৃষ্টিক্ষেত্রেও, কালো বস্তু নাচতে, লাফাতে দেখে। এ ঔষধ প্রয়োগের আর একটি সমন্বয়কারী বিরল লক্ষণ হল, কাল রক্ত হাব স্রাবিত স্থান থেকে দড়ির মত ঝুলতে থাকে। সকালে, ঘরে লক্ষণ গুলি বাড়ে, উপশম হয় মুক্ত বাতাসে, ভোজনে।
কে কি বলেনঃ
পড়বার পর চোখ অতিশয় টাটায়, মনে হয় রোগী অনেকক্ষণ ধরে কাঁদছে। চোখের পাতা অনবরত পিটপিট করে। হিস্টিরিয়া জনিত চোখের দৌর্বল্য। ডা. ডব্লিউ এইচ বার্ট অনুভব হয় চোখের সামনে জালি কাপড় রয়েছে। -ডা. গ্যারেন্সী