সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
চোখ থেকে প্রচুর পানি পড়ে।
কর্নিয়ার অস্বচ্ছতা।
কর্নিয়ায় ফোড়া যুক্ত প্রদাহ,
তার সাথে চোখের পাতার মুখ মন্ডলে অনেক ফোঁড়া উঠে, প্রচন্ড আলোকতীতি।
সংযোজক ত্বকের ফোড়াযুক্ত প্রদাহ, চোখ গরম এবং জ্বালা বোধ, রাতে মুখ মন্ডল লাল হয়, জ্বালা ও জ্বর জ্বর ভাব।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
স্নায়ুশূল, অন্যান্য উপদ্রব।
ক্রোটন টিগ সিলিয়ারী নিউর্যালজিয়া আরোগ্য করে এবং রোগী অনুভব করে যে, একটা সূতো চোখকে মাথার দিকে টানছে (প্যারিস কোয়ড্রতে ও এইরূপ লক্ষণ আছে)। চোখের গোলকে রসময়, পুঁজযুক্ত ছোট ছোট ফোড়ার সঙ্গে আর যে সব লক্ষণ থাকে, সেগুলি হল প্রচন্ড আলোকভীতি, চোখের পাতায় ইরাপসন এবং সুপার সিলিয়ারী বেদনা। ক্রোটন সংযোজক ত্বক, ক্লেরা ও চোখের পাতার ভিতর দিকের শিরাগুলিতে রক্ত সঞ্চয় করে, চোখ থেকে অধিক পরিমানে পানি পড়তে থাকে। রাতে চোখে প্রচন্ড ব্যথা হয়। লক্ষণগুলি বাড়ে সকালে ও বিশ্রামে, উপশম হয় হাটবার কালে।