সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
পড়তে গেলে চোখের দৃষ্টি মান হয়ে আসে। দৃষ্টি লোপ, শরীরের শিথিল অবস্থা, শীতলতা। দৃষ্টি লোপ, রোগী ভূমিতে পড়ে যায় শক্তিহীনতা। চোখে স্নায়ুশূলের আক্রমন হয়, যেন চোখের চারধারে কাটা, আলোকে সংচেত্যতা। চোখে জ্বালা এবং শুস্কতার অনুভূতি, কর্নিয়ার চারপাশের এলাকায় রক্ত সঞ্চয় হয়।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
জন্ডিস:
চোখ হলদে, সমন্ত শরীর হলদে বর্ণ ধারণ করে। এইরূপ অবস্থা ম্যালিগন্যান্ট জন্ডিসে বর্তমান থাকে।
কর্নিয়া:
কিরেটাইটিস, কর্নিয়ার প্রদাহ, চোখের চারদিকে ছিঁড়ে ফেলার মত বেদনা হয়, চোখের
পাতা ফোলে, বৃদ্ধি পায় ঋতু স্রাবের আগে।
আরও কিছু লক্ষণঃ
চোখের জ্বালা, আরক্ততা সহ চোখ থেকে পানি পড়ে।
চোখর উপরে চাপ এবং ভারত্ব।
সিলিয়ারী নিউর্যালজিয়া, চোখের চারপাশে কেটে গেলে যেমন হয়, বেদনা ছিঁড়ে ফেলার মত, খুঁড়ে যাওয়ার মত। আলোকেভীতি। বৃদ্ধি হয় ঋতুস্রাবকালে।
রেটিনায় রক্তস্রাব বিশেষতঃ ব্রাইট ডিজিজে।
কে কি বলেন:
চোখ থেকে রক্ত চুয়ে পড়ে, দেখতে কালশিরার মত। রেটিনাতে রক্ত স্রাব হয়, রেটিনায় প্রদাহ বশতঃ। – ডা. ডব্লিউ এইচ বার্ট -ডা. লাইয়েবোল্ড।