জেলসিমিয়াম – Gelsemium

সংক্ষিপ্ত মূলপাঠ (Text)

চোখে রক্ত সঞ্চয় হয়।

চোখ প্রদাহিত এবং দুর্বল, মাঝে মাঝে চোখ থেকে পানি পড়ে।

স্থির দৃষ্টিসহ চোখের পাতা তুলতে অপারগতা।

কৌনিক দৃষ্টি।

নিচের দিকে গভীরে বা চোখে বেদনা।

রাতে চোখে ক্ষততা, আলোকে সংচেত্যতা এবং চোখ থেকে পানি পড়ে।

সন্ধ্যায় চোখের ক্ষততা, যেন বাইরে বস্তু সংযোজক ত্বকে উত্তেজনা সৃষ্টি করছে।

চোখে জ্বালা তার সাথে দুর্বল দৃষ্টি এবং কপালে ভারত্ব।

চোখের ভারত্ব, রাত জাগলে যেমন হয়।

চোখের তারা প্রসারিত এবং দৃষ্টি যোজনা পেশীর পক্ষাঘাত এবং দৃষ্টির দুর্বলতা।

চোখের গোলকে টাটানি, চোখ নড়ালে বৃদ্ধি পায়।

চোখের তারা প্রসারিত। চোখের গোলকের অবিরত স্পন্দন। চোখের কোটরে বেদনা, বেদনা সহ ভারত্ব। চোখের পাতা পড়ে যাওয়া সহ চোখ বিস্তৃত ভাবে মেলতে চেষ্টা করলে ব্যথা হয়, চোখ পাতা বন্ধ করলে ব্যথা উপশম হয়।

চোখের পাতা পড়ে যায়।

কোন বস্তুর প্রতি দৃঢ়ভাবে তাকা সত্বেও চোখ বন্ধ হয়ে আসে।

চোখের পাতা আংশিকভাবে বন্ধ থাকে, নড়াচড়া করে না।

চোখ মেলতে কষ্ট হয় কিংবা খোলা রাখা যায় না।

চোখের পাতা ভার।

দৃষ্টি ধোঁয়াটে, তার সাথে চোখের উপর ব্যথা।

দৃষ্টি মান।

মান দৃষ্টিসহ মাথা ঘোরা।

মান দৃষ্টির উপশম হয় প্রচুর জলের মত মুত্রত্যাগে।

দৃষ্টি গোলমেলে।

সকালে মল ত্যাগের পর দৃষ্টির গোলযোগ, নাকের সামনে খাড়াভাবে আঙ্গুল ধরলে উপশম

হয় অথবা যেকোন এক চোখ বন্ধ করলে, মাথা ঘোরা সহ অন্ধত্ব।

প্রায় অন্ধ, তার সাথে উপর পাতার নিয়ন্ত্রণ হীনতা।

দ্বিত্ব দৃষ্টি, মাথা নোয়ানো থেকে উপরে তুলতে কিংবা পাশে দেখতে।

দ্বিত্ব দৃষ্টি স্বেচ্ছায় এড়ায়।

ব্যবহারিক সংকেত (Clinical Hints)

চোখের উপদ্রবঃ

১. চোখের গোলকে প্রদাহ জনিত রস সঞ্চয় হয়।

২. আইরিসের প্রদাহ, আইরিসের রস সঞ্চয় হয়।

৩. কোরোয়ডের প্রদাহ এবং রেটিনার প্রাদাহিক পীড়ায় জেলসিমিয়াম সুনির্দিষ্টভাবে উপকারী। রেটিনা আলগা হলে জেলসিমিয়াম প্রয়োগে খুব ভাল ফল পাওয়া গেছে। রেটিনার প্রদাহ তার সাথে কুয়াশাচ্ছন্ন ভাইট্রিরাস অথবা রক্ত জমে। ব্রাইট ডিজিজে রেটিনার প্রদাহ হলে জেলসিমিয়াম এ ক্ষেত্রেও উপকারী। রেটিনা এবং কোরোয়ডে প্রদাহজনিত রস সঞ্চয় হলে মাথার পিছনে স্থল বেদনা হয় এবং তা গরম প্রয়োগে উপশম হয়। চোখের গোলকে ক্ষতবৎ অবস্থা, ছোঁয়া যায় না।

আলো সহ্য করা যায় না। সেই সঙ্গে চোখ থেকে পানি গড়াতে থাকে। ৪. চোখের সকল প্রকার অভ্যন্তরীণ প্রদাহে চোখের গোলকে একটা স্থূল ধরনের কনকনি ব্যথা হয়

এবং চোখের চারধারে স্নায়ুশূল।

৫. ভাইট্রিয়াস হিউমারের অস্বচ্ছতা।

৬. জেলসিমিয়ামের শরীরে নানা প্রকার পেশী গুচ্ছের যেমন ল্যারিংস গলা, মলদ্বারের আবরক পেশী অঙ্গ প্রত্যঙ্গের বুকের পেশীর পক্ষাঘাত সৃষ্টি করে, তেমনি চোখের পেশীর ও পক্ষাঘাত সৃষ্টি করে। ইহা গতি বিধায়ক স্নায়ুর পক্ষাঘাত জন্মায় তাই দেখা যায় পেশী ক্রিয়ার সামঞ্জস্যের অভাবে রোগী পেশী চালনা করতে পারে না। চোখের পেশীর, উপরের পাতা এবং চোখের গোলকের পেশীর পক্ষাঘাতে, চোখ উঠার আক্রমণের পর চোখের পাতা পড়ে গেলে জেলসিমিয়াম প্রয়োগে সত্বর আরোগ্য হয়েছে। চোখের পাতার পক্ষাঘাত সহ উহার ভারত্ব, তাই উহা উঠানো যায় না। সে কারণে রোগীর অবিরত কৌনিক দৃষ্টির (squint) প্রবণতা দেখা যায়।

৭. পেশীর পক্ষাঘাত ছাড়াও এই ঔষধ চোখের স্নায়ু আক্রমণ করে, চোখের গতি বিধায়ক স্নায়ু (Motor Nerves) এবং ৬ষ্ঠ স্নায়ুর (Abducense) পক্ষাঘাত জন্মায়, রোগীর দ্বিত্ব দৃষ্টি উপস্থিত করে। শরীরের নানা প্রকার পেশী গুচ্ছের আক্ষেপ, মানসিক জড়তা, মাথা ঘোরা, সূর্যের

তাপে বা গরম দিনে দৈহিক অবসাদ ও দুর্বলতা থাকলে সফলতার সহিত এই ঔষধ ব্যবহার করা যায়। অপটিক নার্ভের পক্ষাঘাত হলে জেলসিমিয়াম মূল্যবান ঔষধ। দৃষ্টিহীনতা (Amaurosis) ৮. চোখের পেশর দুর্বলতার জন্য চোখের দৌর্বল্য (Asthenopia) রোগী অতি ধীরে দৃষ্টি যোজনা করে।

৯. চোখের পেশীর পক্ষাঘাত জনিত দ্বিত্বদৃষ্টি (Diplopia)!

১০. স্রাব রোধের চেয়ে বরং বিবর্দ্ধমান স্রাব থেকে গ্লোকোমা

কে কি বলেন:

চোখের দৌর্বল্য, তার সাথে বাইরে পেশী ক্রিয়ার ন্যূনতা, চোখের পাতার ধারগুলি লাল, দেখতে মনে হয় অনেকক্ষণ ধরে কেঁদেছে, সেই সঙ্গে দূরদৃষ্টি, গ্যাস বা রোদে ভীতি। – ডা. উডিয়াট

হস্তমৈথুনের পর দৃষ্টিহীনতা, মানসিক ও শারীরিক অবসাদ জন্মে। -ডা. ডব্লিউ এইচ বার্ট (জেলসিমিয়াম) বিশেষভাবে চোখের ভিতরের পিছন দিকের পীড়া এবং স্নায়ুর পক্ষাঘাতের জন্য উপরোগী ঔষধ। ডা. এলেন এন্ড নর্টন

দ্বিত্ব দৃষ্টি, যা রোগী স্বেচ্ছায় এড়াতে পারে। একপাশে দেখতে দ্বিত্ব দৃষ্টি। গর্ভকালে মান এবং দ্বিত্ব দৃষ্টি। চোখের সামনে কালো কালো দাগ ভেসে বেড়ায়। দৃষ্টিমান, লিখতে পারা যায় না। পড়তেও পারা যায় না। পড়তে শব্দগুলি একটার সঙ্গে আর একটা জড়িয়ে যায়। ঘরে আড়াআড়ি কেহ থাকলে চেনা যায় না। তার সঙ্গে চোখের উত্তাপ কপাল পর্যন্ত ছড়িয়ে পরে। দৃষ্টির সামনে ভীতি।

যেন সাপ রয়েছে। তার সাথে চোখের উপরে ব্যথা। অন্ধত্ব, চোখের তারা প্রসারিত, আলোক – ডা. এলেন এন্ড নর্টন

অনেক কিছুই দেখা যায়। দৃষ্টির সামনে কালো দাগ দেখা যায় কিংবা ধোঁয়াটে দেখা যায় অথবা নানা রঙের ছোট ছোট তরঙ্গ। চোখের সকল টিস্যু এবং পাতার প্রদাহে ইহা উপকারী। ব্যবহারে সময় চোখের গোলক এ পাশ ও পাশ দুলতে থাকে (The eye balls oscillate laterally when using them) চোখের পাতা পড়ে যাওয়া বা চোখের পাতা ভারি বোধ হওয়া এই ঔষধের একটি সুস্পষ্ট লক্ষণ। যার প্রকৃতিটা পক্ষাঘাতিক। শিথিল পেশীগুলি চোখের পাতাকে ধরে রাখতে সক্ষম হয় না। দৃঢ়ভাবে তাকাতে থাকলে পাতা দুটিবুজে যায়, সোজা চোখের উপর ঝুলে পড়ে। – ডা. জে, টি, কেন্ট

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *