সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
পড়তে চোখে ব্যথা হয়। দৃষ্টি স্নান, স্ফুলিঙ্গ দেখে, বিশ্রামে বৃদ্ধি পায়। গন্ডমালা যুক্ত শিশুদের চোখ অন্ধ হবার আশংকা। দৃষ্টিমান, মনে হয় জালি কাপড়ের মধ্য দিয়ে দেখা হচ্ছে। প্রতিবার ঠান্ডা বাতাস লেগে গন্ডমালাযুক্ত চোখের প্রদাহ হয়। চোখের উপর পাতার পক্ষাঘাত।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের উপদ্রব:
রস প্রধান ঢিমে প্রকৃতির লোক, গ্ল্যান্ডের পীড়ায় ভোগে, অস্থির, উত্তেজনা প্রবণ লোক, ঠান্ডার পরিবর্তন হলে ঠান্ডার কবলে পড়ে। ঠান্ডা আবহাওয়ায় গরম হওয়ার পর ঠান্ডা লাগলে চোখের অনেক অংশ আক্রান্ত হলেও প্রধানতঃ শ্লৈষ্মিক ঝিল্লী আক্রান্ত হয়, সর্দিজ লক্ষণ গুলি প্রকাশ করে, এমন কি ক্ষত সৃষ্টি করে। চোখ থেকে ঘন হলদে রঙের স্রাব হয়, কখনো স্রাব হয় সপুঁজ। ইহা নবজাত শিশুর চোখের প্রদাহে সবচেয়ে ভাল ঔষধ গুলির একটি, প্রদাহের সঙ্গে সংযোজক ত্বকের প্রাদাহিক স্ফীতিও বিদ্যমান থাকে। ডালকামেরা সর্দিজ ও বাতজ প্রকৃতির ঔষধ হওয়ায় ঠান্ডা আর্দ্র বর্ষনযুক্ত আবহাওয়ায় সৃষ্ট চোখের বাতজ প্রদাহ এবং চোখের উপর পাতার পক্ষাঘাত নিরাময় করে (হ্রাস টক্স)।