সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
বাঁ চোখের ভিতরের কোণে প্রদাহ, রাতে চোখ বন্ধ হয়ে থাকে। চোখের পাতার লোমগুলি ভিতরের দিকে বেঁকে আসে, চোখের প্রদাহ ঘটায় বিশেষতঃ বাইরের কোণে, ঐ স্থানে চোখের পাতার ধারগুলিতে ক্ষত। ডান পাশের বাইরের কোণে প্রদাহ, তার সাথে পাতার লোমগুলি অগোছালো এবং রাতে চোখ বুজে থাকে। মনে হয় উজ্জ্বল ঢেউ এর দৃষ্টি, ডান থেকে বায়ে, উপর থেকে নিচে সঞ্চারিত হতে থাকে। সন্ধ্যায় বাঁ চোখে অস্পষ্ট দেখে।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের পাতাঃ
বোরাক্সে চোখের পাতার ধারে প্রদাহ হয়। পাতাগুলি ভিতরের দিকে বেঁকে যায় এবং পলক ফেলবারকালে চোখের গোলকে ঘর্ষণ লাগে (Entropion)।
দৃষ্টি:
সকালে লিখবারকালে চোখের সামনে ঝিকমিক করে, সুতরাং রোগী স্পষ্টভাবে দেখতে পারে না। ডান থেকে বাঁয়ে আবার উপর থেকে নিচে দৃষ্টিতে উজ্জ্বল ঢেউ এর নাচন অনুভব করে।
লক্ষ্য করুনঃ
বোরাক্সের রোগীরা নিচের দিকে নামতে ভয় পায়। এ লক্ষণটি প্রায়ই সকল পীড়ায় বিদ্যমান থাকে। শিশুকে বিছানায় শোয়াতে, দোলনায় শোয়াতে কাঁদে, মাকে জড়িয়ে ধরে। বড়রা দোলন চেয়ারে বসতে পারে না, নৌকা দুললে ভয় পায়। নিচে নামতে ভীতি বোরাক্সের অদ্ভূত লক্ষণ। অতিশয় স্নায়বীয়তা, কোন প্রকার শব্দে, গোলমালে, হাঁচি, কাশি, দরজা খোলার শব্দে সহজেই রোগীরা ভয় পায়, চমকে উঠে।
কে কি বলেন:
চোখের পাতায় শুকনো আঠার মত পিচুটি ভরা থাকে। সকালে চোখ জুড়ে থাকে। পাতা গুলি ভিতরের দিকে বেঁকে আসে, চোখের প্রদাহ হয়। -ডা. এলেন