সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
আলো এড়িয়ে চলে। বুড়োদের দুর্বল দৃষ্টি। মান দৃষ্টি পড়তে পারা যায় না।
দানাদার চোখের পাতা। চোখের পাতা জুড়ে থাকে। দৃষ্টি পথে চোখের সামনে মাকড়সার জাল ভেসে বেড়ায় এবং কালো দাগ দেখা যায়। চারধারে রংধনুর মত বলয় দেখা যায়। বাতির আলো চোখ ধাঁধিয়ে দেয়। অন্ধকারে চোখের সামনে আলোর ফুলকি দেখা যায়। চোখের তারা পর পর দ্রুত সম্প্রসারণ, সংকোচন হয়। চোখের গভীরে চাপ, কোন বস্তুর প্রতি দৃষ্টি যোজনা করলে কিংবা উপরে পাশে দেখলে বৃদ্ধি পায়। নিচের দিকে দেখলে ভাল বোধ হয়। কর্নিয়ার অস্বচ্ছতা, চোখের প্রদাহ সহ শুস্কতার অনুভূতি। চোখের নানা প্রকার আবরণে রস সঞ্চয় হয়। চোখের চারধারে শ্লৈস্মিক ঝিল্লি ও টিস্যুর পুরুত্ব। অঞ্জনী, চোখের পাতার উপর ভারি বোধ হয়।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চাখের পাতা:
ব্যারাইটা কার্ব দানাদার চোখের পাতার জন্য মুল্যবান ঔষধ। এ ঔষধে শুধু মাত্র চোখের পাতা পুরু হয় না, চোখের সকল ঝিল্লী (Membranes) এবং টিস্যু পুরু হবার প্রবণতা দেখায়। রোগী চোখের উপর পাতার ভারত্ব অনুভব করে। চোখের প্রদাহে সকালে চোখ জুড়ে থাকে। পাতায় অঞ্জনী উঠলে এ ঔষধ তা সারিয়ে দেয়।
কর্নিয়াঃ
ইহা কর্নিয়ার অসুস্থতাকে সুস্থ করে। কর্নিয়ার ক্ষত ও আরোগ্য করে। ছানি।
ব্যারাইটা কার্ব ছানি আরোগ্য করেছে। ইহা চোখের নানা প্রকার অস্বচ্ছ দৃষ্টিও আরোগ্য করেছে, বিশেষতঃ যাদের কর্ণিয়া ঘোলা ঘোলা, আর যারা কর্ণিয়ার অল্প অল্প অস্বচ্ছাতা হেতু অস্পষ্ট দেখে তারাও এ ঔষধে আরোগ্য হয়েছে। ইহা নানা প্রকার আবরনে রস সন্ধায় করে।
গাল, গলা ও ঘাড়ের গ্লান্ডের রোগী, বেঁটে শিশু বাড়ে না গ্লান্ডের রোগ থেকে যাদের চোখের প্রদাহ, কর্ণিয়া অস্বচ্ছ হয়, পেট ফোলা, বার বার পেটে শুল বেদনার আক্রমন হয় মুখ ফোলা ভাব কিন্তু সারা দেহ শুকিয়ে যায়, তাদের জন্য এ ঔষধ ব্যবহার্য। লক্ষ্যকরুনঃ
ব্যারাইটা কার্ব সোরা ও টিউবারকুলার ধাতুর লোকদের জন্য উপযোগী। বুড়ো, যাদের অপুষ্টি ও ক্ষয়কারী রোগে স্বাস্থ ডেঙ্গে গেছে, আবার গ্লান্ড সংক্রান্ত রোগে যদি মোটা হয়ে যায় বা গেঁটে বাত গ্রন্থ, মানসিক ও শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ে, তাদের উপযোগী। জৈবিক তাপ কম, সব সময়ই ঠান্ডা ও শীত বোধ করে। এ ঔষধের রোগীদের ঠান্ডা একদম সহ্য হয় না।