সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
অত্যন্ত সংচেতনশীল চেপে ধরা বেদনা,
বাঁ চোখের গোলকে, বিশেষতঃ নড়াচড়াকালে প্রচন্ড আকার ধারণ করে, তার সাথে অনুভব হয় যে, চোখ যেন ছোট হয়ে এলো। ডান চোখে অত্যন্ত জ্বালা এবং চোখ থেকে পানি পড়ে। চোখের গোলকে এত ব্যথা যে রোগী কিছুতেই স্পর্শ করতে পারে না। বাঁ চোখের উপর পাতায় এক সঙ্গে স্পন্দন ও টেনে ধরা, ভার বোধ। চোখে ক্ষতের মত এবং টাটানি যখন নড়ানো হয়।
ডান চোখের উপর পাতা ফোলা।
চোখে চেপে ধরার মত, পিষে ফেলার মত বেদনা। ঠোঁট এবং চোখের প্রদাহ বিশেষতঃ নবজাত শিশুর।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের প্রদাহঃ
ব্রাইওনিয়ায় চোখের প্রদাহ হলে চোখে রক্ত সঞ্চয় এবং লাল হয়। চোখে হাত দিলে গরম বোধ হয়, শিরা গুলিতে রক্ত জমে বৃদ্ধি ঘটে, জ্বালা থাকে, গড় গড়, করে তার সাথে মাথা-ধরা, চোখে ক্ষতের মত যন্ত্রণা হয়, চোখের গোলক দুটি এমন স্পর্শকাতর যে উহা ছোঁয়া যায় না, যেন থেৎলে গেছে। এরূপ অবস্থা কাশিতে দেখা যায়, চাপে কষ্ট বৃদ্ধি পায়, রোগীর পিপাসা হয়, কোষ্টবদ্ধতা।
লক্ষ্য করুনঃ
ব্রাইওনিয়ার অধিকাংশ চোখের লক্ষণ সহানুভৌতিক, চোখের প্রদাহ বিশেষতঃ ভিতরের অংশগুলির, আইরাইটিস, কোরায়ডাইটিস। চোখের গোলকগুলি অত্যন্ত বেদনাযুক্ত হয় এবং পূর্ণতার অনুভূতি থাকে। বেদনা মাথার পিছন দিকে পর্যন্ত চলে আসে। সামান্য নড়া চড়ায় কষ্ট বৃদ্ধি পায়। রোগীর পিপাসা হয়, কোষ্টবদ্ধতা।
কে কি বলেনঃ
চোখে অতিশয় ক্ষততা এবং অনুভব হয় চোখ মাথা থেকে বেরিয়ে পড়বে, বাতজ আইরাইটিস, সিলিয়ায়ী নিউর্যালজিয়া। কোরয়ডের রস সঞ্চয় প্রকৃতির প্রদাহ। অপটিক নার্ভ ও রেটিনায় বাতজ রক্ত সঞ্চয় হয়। ডা. ডব্লিউ এইচ বার্ট