সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
চোখের সামনে কখনো হলুদ, কখনো সবুজ রং দেখা যায়।
আলোর চারধারে বলয় দেখা যায়। ম্লান দৃষ্টি তার সাথে চোখের সামনে অগ্নি স্ফুলিঙ্গ।
দ্বিত্ব দৃষ্টি।
কৌনিক বা টেরা দৃষ্টি।
চোখের তারা সংকুচিত, পর্যায়ক্রমে প্রসারিত হয়।
চোখ কোটরগত, দেখতে ক্লান্ত।
চোখের পাতার শুস্কতা এবং চাপ যেন ফোলা,
তার সাথে চোখের গোলকে এবং তথায় সড় সড়ি, সুই ফোটানি।
বাঁ চোখ ভিতরের ক্যাম্বাসের দিকে টেনে ধরা।
চোখের উপর পাতা ফোলা, চোখ গরম।
দৃষ্টি, যেন কালচে নীল গ্লাসের ভিতর দিয়ে দেখা হচ্ছে।
মান দৃষ্টি, জাগলে বৃদ্ধি পায়, দৃষ্টিতে কালো দাগ দেখা যায়।
নানা রং চোখের সামনে ঝিকমিক করে। দৃটিতে চোখের সামনে ধোঁয়া দেখা যায়। চোখের সামনে ঝিকমিক সহ মাথায় গোলযোগ। মাথ্য ব্যথা, মান দৃষ্টি।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
দৃষ্টি:
সাইক্লামেনে চোখের পীড়াগুলির মধ্যে দৃষ্টির গোলযোগের প্রাধান্য খুব বেশী থাকে। উপরে দৃষ্টি সম্পর্কীয় লক্ষণগুলি পাঠ করলে স্পষ্ট প্রতীয়মান হবে। দৃষ্টির গোলযোগ সহ মহিলাদের জরায়ুর নানা প্রকার উপদ্রব, রক্তহীন, ফ্যাকাশে বিবর্ণ চেহারা, পাকস্থলীর হজম সম্পকীয় যোগযোগ, বর্তমান থাকে। তারা অতিশয় শীত কাতর, মুক্ত বাতাসে বড়ই ভীত হয়। মাথা ঘোরা, মাথা ব্যথা সহ ঝাপসা দৃষ্টি বিশিষ্ট নির্দেশক লক্ষণ। এই ঔষধের উপযোগী রোগীরা শ্লেষ্মা ও রস প্রধান ধাতুর হয়ে থাকে। সর্বদা ক্লান্তি ও নিজকে ভারবোধ করে। কোন প্রকার পরিশ্রম করতে চায় না। শরীর যন্ত্রের দুর্বলতা বিদ্যমান থাকে।