ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের স্নায়ুশূল:
চোখে স্নায়ুশূল। সিলিয়ারী নিউর্যালজিয়া, সুপ্রা অরবিটাল নিউর্যালজিয়া এবং মুখ মন্ডলের সমস্ত স্থান জুড়ে নিউর্যালজিয়া। এই স্নায়ুশূল সাধারণত প্রতিদিন সকাল ৯ টায় উপস্থিত হয়ে কয়েক ঘণ্টা স্থায়ী হয়। লক্ষ্য করুনঃ
শীত এবং জ্বরের অসংখ্য রোগী যাদের সুপ্রা অরবিটাল নিউর্যালজিয়া বারবার ঘুরে আসার লক্ষণ ছিল, তারা সিড্রনে আরোগ্য হয়েছে। ম্যালেরিয়ার লক্ষণ ছাড়াও সিড্রন এইরূপ বেদনার অনেক রোগী আরোগ্য করেছে। চোখের গোলকে প্রখর বেদনা। বেদনা সেখান থেকে চোখের চারদিকে ছড়িয়ে পড়ে। নাকে গুলি ছোঁড়ার মত ব্যথা হয়। ব্যথা চোখ এবং নাকে হাজাকর স্রাব সৃষ্টি করে। কপাল বরাবর মাথা ব্যথা। যা পাগল হওয়ার অনুভূতি সৃষ্টি করে।