সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
চোখ দেখতে রোগাটে।
মুখ মন্ডল বিবর্ণ। চোখের তারা প্রসারিত।
সুপার সিলিয়ারী পেশীর স্পন্দন,
এক প্রকার কনভালসন।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
চোখের দৌর্বল্য:
চোখের দৌর্বল্য পড়তে গেলে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সিনা স্নায়বীক, অতিশয় অনুভূতিশীল মহিলাদের উপযোগী ঔষধ। চোখের অতিচালনায় মহিলা অতিশয় খারাপ বোধ করে। সেলাই কর্মকালে চোখে, মাথায় যন্ত্রনা হয়, দৃষ্টির গোলযোগ দেখা দেয়। চোখ রগড়ালে কিছুক্ষণের জন্য দৃষ্টি ফিরে আসে।
দৃষ্টি:
Xanthopsia, দৃষ্টিতে প্রতিটি বস্তু হলদে দেখা যায়। প্রতিটি বস্তু ভায়োলেট রঙের দেখা যায়। কৃমি জনিত টেরা বা কৌনিক দৃষ্টিতে সিনা মুল্যবান ঔষধ।
কে কি বলেনঃ
বিছানা ছেড়ে উঠতে চোখের সামনে কালো রং দেখা যায়, তার সঙ্গে থাকে মাথা ঘোরা এবং মূর্ছা, তাই উপশম পেতে রোগী শুয়ে পড়ে। স্কুল ধরনের মাথাব্যথা, তার সাথে চোখের উপদ্রব। ডা. সি. হেরিং