সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
মাথা ব্যথাকালে চোখে রক্ত সঞ্চয় হয়।
চোখের ব্যথা মাথার চাঁদি পর্যন্ত ছড়িয়ে পড়ে।
চোখের গোলকে ব্যথা, গোলকের কেন্দ্রে ব্যথা।
সকাল থেকে সারা দিন থাকে, সিঁড়ি বেয়ে উঠতে বৃদ্ধি পায়।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
স্নায়ুশূল:
সিলিয়ারী নিউর্যালজিয়া, রোগী চোখের গোলক বড় অনুভব করে। বেদনা গুলি ছোঁড়ার মত মাথায় লাগে, কখনো বেদনার সঙ্গে আলোকভীতি ও থাকে। চোখের প্রচন্ড দৌর্বল্য (Asthenopia), চোখে অনুভবের আধিক্যতা। মাথা ব্যথাকালে চোখ লাল হয়। ব্যথা মাথা বা চোখ নড়ালে বৃদ্ধি পায় এবং সন্ধ্যাকালেও চোখের উপসর্গগুলি বৃদ্ধি পায়।
কে কি বলেন:
মাথার প্রায় সকল বেদনা চোখের গোলকে পরিচালিত হয়, নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি পায়, মুক্ত বাতাসে উপশম হয় তার সাথে মুর্ছানুভূতি এবং পাকস্থলী গহবরে নিমজ্জমানতা।
ডা. ই এম হেল