সংক্ষিপ্ত মূলপাঠ (Text)
চোখের প্রদাহ এবং স্ফীতি, তার সাথে চোখের আরক্ততা।
উজ্জ্বল দিবালোকে চোখে বেদনা হয়, চোখ নড়ালে বেদনা বৃদ্ধি পায়, চোখ লাল।
চোখে ক্ষত, শক্ত শ্লেষা দিয়ে রাতে চোখ বন্ধ থাকে।
চোখে বেদনা, স্পর্শ করলে থেতলে যাওয়ার মত বেদনা।
উপরের পাতা লাল, প্রদাহিত, ফোলা, খোঁচা মারা বেদনার চেয়ে চেপে ধরা বেদনা অধিক।
সকালে চোখের পাতা খোলে না।
চোখের বাইরের কোণে যন্ত্রণা, সেখানে শক্ত শ্লেষ্মা জমে।
সন্ধ্যায় মোমবাতির আলোতে মান দৃষ্টি।
পড়তে দৃষ্টি মান হয়ে আসে।
উপুর হয়ে বসার পর উঠলে বা দাঁড়ালে অন্ধত্ব।
ব্যবহারিক সংকেত (Clinical Hints)
হিপার সালফারের আরোগ্যকর লক্ষণগুলি নিম্নরূপ:
১. চোখের গন্ডমালা যুক্ত প্রদাহে হিপার সালফার চমৎকার ঔষধ। কর্নিয়ায় ফোঁড়া উঠে, সুনিদিষ্ট ভাবে কর্নিয়ার ক্ষতে ইহার সঙ্গে ভিতরের অংশ আক্রান্ত হয়। তার সাথে সামনের চেম্বারে পুঁজ সঞ্চয় হয়। এক্ষেত্রে হিপার প্রথম শ্রেণীর ঔষধ।
২. চোখের পুরাতন প্রদাহজনিত স্রাব নির্গত হয় বিশেষতঃ সংযোজক ত্বকে, তার সাথে অধিক পরিমাণেপুঁজযুক্ত স্রাব হয়। ইহা হিপার সালফার প্রয়োগের প্রয়োজনীয় ক্ষেত্র।
৩. চোখের পাতার ধারে ক্ষত হয় এবং মেইবোমিয়ান গ্ল্যান্ডের প্রদাহ।
৪. চোখের পাতার ধারে প্রদাহ এবং ক্ষত হয়, চোখের লোমে শুকনো মিউকাসের চটা পড়ে।
৫. চোখের পাতার ইরিসিপেলাসের মত প্রদাহ হয়, উহা পেকে যাওয়ার আংশকায় হিপার ব্যবস্থেয়।
৬. চোখের পাতায় আদ্র দুর্গন্ধযুক্ত একজিমা এবং ইরাপসন জন্মে।
৭. সুপ্রা অরবিটাল নার্ভের গতি পথে হার্পিস, তার সাথে প্রচন্ড বেদনা হয়, যেন চোখ মাথার দিকে টেনে ধরা হচ্ছে।
৮. কিরেটো আইরাইটিস, কর্নিয়া ও আইরিসের প্রদাহ, তার সাথে সিলিয়ারী অংশ আক্রান্ত হয়।
৯. অশ্রুনালীর থলের অনতি পুরাতন প্রদাহ, তার সাথে বিমুক্তভাবে চোখের ভিতরের কোণ থেকে পুঁজ বেরোতে থাকে।
লক্ষ্য করুনঃ
হিপার সালফারের যেখানে প্রয়োজন, সেখানে রোগী এনিমিয়ায় ভোগে, সহজেই তার ঘাম হয় রাতে পীড়া বৃদ্ধিপায়। ধারনা সমুহে পরিবেশ ও যাতনায় সে অত্মানুভূতিশীল হয়ে পড়ে, তার প্রাদাহিক স্থান গুলি, পুঁজযুক্ত স্থান গুলি তীব্র বেদনা দায়ক হয়ে উঠে এবং স্পর্শ কাতর হয়, যাতনায় সে মূর্ছাও যায়। ঠান্ডা, মুক্ত বাতাসে সে প্রচন্ড অনুভূতিশীল হয়ে পড়ে, চোখ ঢেকে সে গরম রাখতে চায়। কারণ সে উহাতে উপশম পায়। বেদনার প্রকৃতি চৌঁছ ফোঁটার মত অত্যন্ত তীব্র, ভয়ংকর, যেন খোঁচা দেয়া হচ্ছে।
কে কি বলেন:
চোখের পাতায় সর্দিজ প্রদাহ, যা পাকবার দিকে অগ্রসর হয়। চোখের পাতা গুলি এমনভাবে প্রদাহিত হয়ে উঠে যে, উাহারা যেন ইরিসিপেলাসে আক্রান্ত, তার সাথে দপদপে হল বেঁধার মত বেদনা হয়। আক্রান্ত স্থান ছোঁয়া যায় না, ঠান্ডায় পীড়ার বৃদ্ধি ঘটে, উপশম হয় গরমে। এখানে হিপার অত্যন্ত মূল্যবান ঔষধ ডা. এলেন এন্ড নর্টন চোখের বাইরে অংশে সহজে রক্তস্রাবী ক্ষত হয়, স্পর্শ করলে অতিশয় সংচেত্যতা, হিপার সালফার অবসম্ভাবী ঔষধ হবে, যদি প্রচন্ড আলোকভীতি থাকে। ডা. এলেন এন্ড নর্টন তরুণ ট্রাকোমা (Trachoma চোখের পাতার নিচে উঁচু শক্ত গুটিকা) প্যানাস কিংবা কর্নিয়ার প্রদাহ, ক্ষতে পরিণত হতে থাকে। বিশেষতঃ যারা অধিক পারদ সেবন করেছে। সম্মুখ চেম্বারের পুঁজ (Hypopion) শোষন করতে হিপারের চেয়ে ভাল ঔষধ আর নেই। – ডা. এলেন এন্ড নর্টন
– প্রচন্ড আলোকভীতি, চোখ থেকে অধিক পানি পড়ে, কর্নিয়া সংযোজক ত্বকে অত্যন্ত আরক্ততা, এমনকি কিমোসিস (Chemosis) উপস্থিত হয়, অতিশয় দপদপে টাটানি ও গুলি ছোঁড়ার মত বেদনা, রাতে রোগীর অবস্থা খারাপ হয়। ডা. এলেন এন্ড নর্টন